ঈদের ছুটিতে টানা ৫ দিন বন্ধ থাকবে ভোমরা স্থল বন্দর
- আপডেট সময় : ১২:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৫ দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। ফলে এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
ভোমরা স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো এ্যাসোসিয়েশনের সাথে যৌথ আলোচনা করে সর্ব সম্মতিক্রমে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ৫ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানীকার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৬ মে রোববার থেকে আবারও যথারীতি আমাদানি-রপ্তানীকার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
……….
এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ৪ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন যৌথভাবে এ ছুটি ঘোষণা করে। ফলে দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দর দিয়ে আগামী ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত ভারতে সব ধরনের পণ্য রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ১৭মে থেকে পণ্য রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

















