ঈদুল আজহায় বাড়তি কোন যাত্রীর চাপ নেবে না রেলওয়ে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
এবারের ঈদুল আজহায় বাড়তি কোন যাত্রীর চাপ নেবে না রেলওয়ে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, বর্তমানে যে কয়টি ট্রেন চলছে, ঈদেও সে কটি ট্রেনই চলবে।
তাই এবার বিশেষ ট্রেন বাড়ছে না। করোনা পরিস্থিতি মোকাবেলায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। সকালে কমলাপুর রেলস্টেশনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন ঈদ উপলক্ষে ট্রেন বাড়িয়ে দিলে তা যাত্রীদের বাড়ি ফিরতে উৎসাহিত করবে, তাই সেটি করা হবে না। তাই সবাইকে বাড়ীতে না গিয়ে নিজ নিজ কর্মস্থলে থেকে করোনা মোকাবেলার আহ্বান জানান নুরুল ইসলাম সুজন।