ই-ক্যাবের ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড পেল রিবানা
- আপডেট সময় : ০৪:৫২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ২২৩৪ বার পড়া হয়েছে
দেশের ই-কমার্স খাতে অবদান রাখায় ই-ক্যাব এর ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইকমা) ২০২৩ পেল রিবানা। গত ৯ নভেম্বর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আনুষ্ঠানিকভাবে ৩৪টি প্রতিষ্ঠানকে ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ডস (ইকমা) পুরস্কার দিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। অনুষ্ঠানে রিবানার প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুজ্জামান এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রী টিপু মনুশি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এবং ই-ক্যাবের উপদেষ্টা কমিটির সদস্য নাহিম রাজ্জাক বক্তব্য প্রদান ও বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান করেন। তারা এই অনুভূতি ব্যক্ত করেন যে এই ধরনের স্বীকৃতি ই-কমার্স শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে এবং উৎসাহিত করবে।
জমকালো এই আয়োজনে ২৭টি ক্যাটাগরিতে নিরপেক্ষ বিচারকগনের মূল্যায়নে প্রায় ২০০ আবেদন থেকে নির্বাচিত ৩৪টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। পুরস্কার প্রাপ্তদের মধ্যে, দারাজ বাংলাদেশ লিমিটেড সেরা ই-কমার্স মার্কেট প্লেস, ফুডপান্ডা সেরা ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম, বিকাশ লিমিটেড সেরা এমএফএস প্ল্যাটফর্ম, সিটি ব্যাংক ই-কমার্সে র জন্য সেরা ব্যাংকি সলিউশনের জন্য অ্যাওয়ার্ড অর্জন করে। অন্যান্য উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে রয়েছে ওয়ালটন, উবার, আড়ং, মাস্টারকার্ড, শেয়ারট্রিপ এবং টেন মিনিট স্কুল।
এছাড়াও, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, চালডাল, রকমারি, শপআপ, পিকাবু, ইস্টার্ন ব্যাংক, বিক্রয়, একশপ, স্টেডফাস্ট, নগদ, সেবা এক্সওয়াইজেড, সাজগোজ, আরোগ্য, ফসল, বাটা, রিবানা, সিঙ্গার, উপায়, পাঠাও, ডিজিবক্স, স্কাইটেক, লালসবজু , উইমেন এন ই-কমার্স, ব্রেইনস্টেশন২৩ কে পুরস্কৃত করা হয়েছে , যারা নিজ নিজ ডোমেইন এ সফলতার সাথে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে ই-ক্যাবের সাধারণ সম্পাদক মহুাম্মদ আবদলু ওয়াহেদ তমাল এবং পরিচালক ও ইকমা আহ্বায়ক খন্দকার তাসফিন আলম এবং অন্যান্য নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। ২০১৫ সালে যাত্রা করা দেশীয় অর্গানিক পণ্যের জনপ্রিয় ব্র্যান্ড রিবানা।
ইতোমধ্যে প্রতিষ্ঠানটি প্রাকৃতিক উপাদানের গুণাগুণ অক্ষত রেখে শতভাগ বিশুদ্ধ স্কিন ও হেয়ার কেয়ার সামগ্রী দেশে ও বিদেশে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে। দি ডেইলি স্টারের সহযোগীতায়, অনুসষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ইউসিবি , উপায়, সিঙ্গার, গ্লোবাল ব্র্যান্ড, বার্জার, স্টেডফাস্ট, বিক্রয় এবং সি এক্সপ্রেস।

















