ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হামলায় ৩০ সেনাসদস্য নিহতসহ আহত অন্তত ৬০ জন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ৩০ সেনাসদস্য নিহত ও আহত হয়েছে আরো ৬০ জন। সৌদি নেতৃত্বাধীন ঘাঁটিতে এ হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের সেনা কর্তৃপক্ষ।
রোববার লাহিজ প্রদেশের আন-আনাদ সামরিক ঘাঁটিতে সশস্ত্র ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়। প্রশিক্ষণ ক্যাম্প লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০১৪ সালের শেষদিকে শিয়া হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে সুন্নি সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর তারা দেশের অধিকাংশ স্থান দখল করে নিলে ২০১৫ সালের মার্চের শেষদিকে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনীগুলোর জোট।