ইয়েমেনের একটি কারাগারে বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত
- আপডেট সময় : ১২:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
ইয়েমেনের একটি কারাগারে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত এবং ১৩৮ জন আহত হয়েছেন। এক হুতি কর্মকর্তা ও ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) নামের একটি দাতব্য সংস্থা গতকাল এ তথ্য জানান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলা বেড়েছে। তাদের দাবি, হুতি বিদ্রোহী আন্দোলনের সঙ্গে যুক্ত সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। ওই জোটের অংশীদার সংযুক্ত আরব আমিরাতে গত সোমবার হুতিরা অপ্রত্যাশিত হামলা চালায়।এ ছাড়া সৌদি আরবের শহরগুলোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে। এরপরই জোটটি হুতিদের ওপর বিমান হামলা জোরদার করে।
ইয়েমেনের হুতি সরকারের স্বাস্থ্যমন্ত্রী তাহা আল–মোতাওয়াক্কেল বলেন, সাদা শহরের কারাগারে বিমান হামলায় ৭০ জন নিহত হন। তবে অনেকে গুরুতর আহত হওয়ায় নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে।এদিকে…ইয়েমেনের কারাগারে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেসরেস এ হামলার তদন্ত চেয়েছেন।























