ইসরায়েলি ‘কার্পেট বোমা’ হামলায় জাবালিয়ায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত

- আপডেট সময় : ১০:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ১৭৬৫ বার পড়া হয়েছে
ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়ায় ‘কার্পেট বোমা’ হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছে। দক্ষিণ গাজার রাফায় আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এটি পূর্ব রাফাহর বাসিন্দাদের সরে যাওয়া নির্দেশ দিয়েছে।
হামাসকে ওই এলাকায় ‘উচ্ছেদ’ করার ঘোষণা দেয়ার কয়েক মাস পর ইসরায়েল এই হামলা করেছে। ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের কর্মকর্তারা রাফাহতে একটি বড় স্থল হামলার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছিলেন।
এতদিন সেখানের ফিলিস্তিনিরা এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। জাতিসংঘের অনুমান অনুযায়ী, এখন পর্যন্ত এক লাখের বেশি মানুষ রাফাহ ছেড়ে গিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি এ সংখ্যা তিন লাখের মতো।
গাজায় বন্দীদের দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের উপর চাপ বাড়ার সাথে সাথে কয়েক হাজার মানুষ ইসরায়েলে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিল। গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৪ হাজার ৯শ ৭১ জন নিহত হয়েছে।