ইরানের সঙ্গে নিজেদের সম্পর্ক আরো দৃঢ় করার ঘোষণা দিয়েছে চীন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
ইরানের সঙ্গে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরো দৃঢ় করার ঘোষণা দিয়েছে চীন। জিয়াংসু প্রদেশের উইশিতে চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে এই প্রত্যয় জানান তারা। এসময় যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার সমালোচনা করা হয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে শনিবার চীনের পররাষ্ট্র ওয়াং ইর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ানের বৈঠকের সারসংক্ষেপ প্রকাশিত হয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরামণু চুক্তি পুনরূজ্জীবিত করার কথা বলেন। ইরানের সঙ্গে সমস্যার দায় প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের উপর বর্তায় বলেও জানান তিনি। ওয়াং বলেন, আলোচনায় চীন দৃঢ়ভাবে সমর্থন জানাবে। একইসঙ্গে চীন ইরানের উপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ, মানবাধিকার রক্ষার নামে ইরানে রাজনৈতিক হস্তক্ষেপ এবং ইরানের অভ্যন্তরীন বিষয়ে নাক গলানোর বিষয়েও দৃঢ়ভাবে বিরোধীতা জানায়।


























