ইরানের রেভল্যুশনারি গার্ড সদর দপ্তরে হামলায় ২৭ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- / ১৮৪৮ বার পড়া হয়েছে
ইরানে রেভল্যুশনারি গার্ডের সদরদপ্তরে হামলায় ২৭ জন নিহত হয়েছে। লড়াইয়ে আরও ১০ রেভল্যুশনারি গার্ড আহত হন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দক্ষিণ-পূর্বের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে রাতভর সন্ত্রাসীদের হামলায় অন্তত ১১ রেভল্যুশনারি গার্ড এবং ১৬ হামলাকারী নিহত হয়। শাবাহার এবং রাস্ক শহরে রাতভর জঙ্গি সংগঠন জাইশ আল-আদলের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াই হয়। উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মীর আহমাদি বলেন, সন্ত্রাসীরা শাবাহার ও রাস্ক শহরে রেভল্যুশনারি গার্ডের সদরদপ্তর দখলের নেয়ার লক্ষ্যে হামলা চালিয়েছিল। তবে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শিয়া মুসলমান অধ্যুষিত ইরানে আদিবাসী সংখ্যালঘু বালুচ জাতিগোষ্ঠীর আরও বেশি অধিকার এবং আরও ভালো জীবনযাত্রার দাবি জানিয়েছে জাইশ আল-আদল।