ইরাকের রাজধানী বাগদাদে রাজনৈতিক সহিংসতায় ২০ জন নিহত

- আপডেট সময় : ০২:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
ইরাকের রাজধানী বাগদাদে রাজনৈতিক সহিংসতায় ২০ জন নিহত হয়েছেন। দেশটির অন্যতম প্রধান রাজনীতিক এবং শিয়া নেতা মোকতাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেয়ার পর সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে আজ বলা হয় সহিংসতার সময় গতকাল বাগদাদের উচ্চ-নিরাপত্তা বলয় গ্রিন জোনকে লক্ষ্য করে গোলাবর্ষণের ঘটনাও ঘটেছে।
ইরাকে প্রায় ১০ মাস আগে সংসদ নির্বাচন হলেও রাজনৈতিক বিরোধের কারণে এখন পর্যন্ত দেশটিতে নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে মোকতাদা সদর এক বিবৃতিতে রাজনীতি থেকে চিরতরে অবসর নেয়ার ঘোষণা দেন।
সহিংসতা ছড়িয়ে পড়ার পর মোকতাদা আল-সদরের ১৫ সমর্থককে গুলি করে হত্যা করা হয়।
এছাড়া গুলিবিদ্ধ এবং টিয়্যার গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়াসহ এদিন ৩৫০ জন বিক্ষোভকারী আহত হন।পরে নিহতের সংখ্যা ২০ জন বলে চিকিৎসকদের বরাত দিয়ে নিশ্চিত করেছে বিভিন্ন সংবাদমাধ্যম।
সহিংসতা চরমে পৌঁছলে স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৭টা থেকে দেশব্যাপী কারফিউ ঘোষণা করে ইরাকের সামরিক বাহিনী।