ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানের উদ্ধার অভিযান শুরু
																
								
							
                                - আপডেট সময় : ০১:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
 - / ১৫৭৫ বার পড়া হয়েছে
 
ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানের উদ্ধার অভিযান শুরু হয়েছে। উদ্ধারকারী ডুবুরিরা ফ্লাইট রেকর্ডার থেকে সিগন্যাল শনাক্ত করে ও বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে শ্রীভিজায়া এয়ার বোয়িং ৭৩৭-৫০০ বিমানটির ধবংসাবশেষের সন্ধানে কাজ করে যাচ্ছে।
শনিবার দুপুরে রাজধানী জাকার্তার সুকর্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পন্টিয়ানাকের উদ্দেশ্যে বোয়িং ৭৩৭ মডেলের যাত্রীবাহী অভ্যন্তরীন একটি বিমান ছেড়ে যায়। উড্ডয়নের পরপরই সেটির সঙ্গে কন্ট্রোলরুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ল্যানকং দ্বীপের কাছাকাছি পৌঁছানোর পর নিখোঁজ হয় বিমানটি। পাইলট ও ক্রুসহ বিমানটিতে ৬২ আরোহী ছিল। দুবছর আগে ২০১৮ সালের অক্টোবরে জাকার্তা থেকে ১৮৯ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া বোয়িং মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়। ২০১৪ সালে ২৩৯ যাত্রী নিয়ে মালয়েশিয়ার MH 370 ফ্লাইটটি নিখোঁজ হয়। ৭ বছরেরও যেটির ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি।
																			
																		















