ইউরোপ-আমেরিকার মতো দেশেও করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৯:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৬১৬ বার পড়া হয়েছে
ইউরোপ-আমেরিকা এবং ভারতের মতো বাংলাদেশেও করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সবাইকে বেপরোয়াভাবে না চলে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। দেশে গত ১০/১২ দিন ধরে সংক্রমণের পাশাপাশি মৃত্যুহারও বেড়েছে বলে জানান তিনি।
বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও ভ্যাকসিন সংক্রান্ত আলোচনা সভায় একথা বলেন তিনি। বিশ্ববাজারে এখনও কোনো ভ্যাকসিন আসেনি জানিয়ে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্লিয়ারেন্সের পর বাংলাদেশ প্রথম ধাপেই ভ্যাকসিন পাবে। এজন্য সরকার সব পদক্ষেপ গ্রহণ করেছে। বিপিএমসিএ’র সভাপতি এম এ মুবিন খানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলমসহ অনেকে।
























