ইউরোপের উত্তরপশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
ইউরোপের উত্তরপশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিস। ঘণ্টায় সর্বোচ্চ ১৯৬ কিলোমিটার গতিতে আঘাত হানা এ ঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত তেরজন , বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। শুক্রবার পশ্চিম ইংল্যান্ডে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইউনিস।
ঝড়ের মধ্যে চলন্ত গাড়ির ওপর গাছ পড়ে লন্ডনে এক নারী মারা গেছেন। হ্যাম্পশায়ারে উপড়েপড়া গাছের সঙ্গে গাড়ির ধাক্কায় মারা গেছেন আরও একজন। নেদারল্যান্ডে গাছ পড়ে মারা গেছেন আরো তিনজন। এছাড়াও ঝড়ের তাণ্ডবে বিভিন্ন জায়গায় মারা গেছেন আরো তিনজন। ব্রিটিশ আবহাওয়া সংস্থা জানায়, শক্তিশালী ঝড়টি ধীরে ধীরে স্ক্যান্ডিনেভিয়া ও ইউরোপের উত্তরাঞ্চলীয় মূলভূখণ্ডের দিকে এগোচ্ছে। এদিকে, ঝড়ো বাতাসে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে যুক্তরাজ্যের কয়েকটি বিমানবন্দরে।ঝড়ের কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে অন্তত ৪৩৬টি ।























