ইউপি সদস্য ও যুবলীগ নেতা নাজমুল হাসান রানার দু’চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬১৬ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোড়েলগঞ্জে ইউপি সদস্য ও যুবলীগ নেতা নাজমুল হাসান রানার দু’চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
গেল রাত একটার দিকে তার বাড়ির কাছে শেখপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রানার স্ত্রী মুকুল বেগম জানিয়েছে, উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে হামলা করে সন্ত্রাসীরা। একপর্যায়ে তার দুই চোখ তুলে ফেলে পালিয়ে যায়। বারইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামের নুর আলী হাওলাদারের ছেলে রানা ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ও যুবলীগ নেতা।























