ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে রুশ গণমাধ্যম আরটি ও স্পুতনিকের সম্প্রচার–কার্যক্রম বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
গুজব ছড়ানোর অভিযোগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে রুশ গণমাধ্যম আরটি ও স্পুতনিকের সম্প্রচার–কার্যক্রম বন্ধ করা হয়েছে। স্থানীয় সময় বুধবার ইউরোপীয় কাউন্সিল এ ঘোষণা দেয়।
এক বিবৃতিতে জানানো হয়, যত দিন ইউক্রেনে আগ্রাসন শেষ না হয় এবং ইইউ ও এর সদস্যদেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার সংবাদমাধ্যমগুলো গুজব ও তথ্য বিকৃতি বন্ধ না করে ততদিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। ইউরোপীয় ইউনিয়নের দাবি, ইউক্রেনে রাশিয়ার হামলায় সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল ওই দুই সংবাদমাধ্যম। এরা রাশিয়ার প্রতিবেশী দেশসহ ইইউর সদস্যদেশগুলোর পরিস্থিতি অস্থিতিশীল করতে ‘গুজব ও তথ্য বিকৃতির আন্তর্জাতিক প্রচার-প্রচারণার’ অংশ হিসেবে কাজ করছিল।