ইউক্রেন সফরে জাতিসংঘ মহাসচিব ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান

- আপডেট সময় : ০৮:৫৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
পরমাণু জ্বালানী কেন্দ্রকে নিরস্ত্রীকরণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বান নাকচ করে দিয়েছে রাশিয়া। এদিকে, দেশটির প্রেসিডেন্ট জেলনস্কির সঙ্গে বৈঠকে বসেছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইপে এরদোয়ান ও জাতিসংঘ মহাসচিব। এই আলোচনায় শান্তি প্রতিষ্ঠার পথ খুলবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরঝিজিয়াসহ আশেপাশের এলাকার পরমাণু কেন্দ্র নিয়ে এ আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইভান নেচায়েভ এই প্রস্তাবগুলোকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। ইউক্রেন আক্রমণ শুরুর কিছুদিন পর গেলো মার্চে জাপোরঝিজিয়া পরমাণু কেন্দ্র দখলে নেয় রাশিয়া। ইউরোপের সবচেয়ে বড় এই পরমাণু কেন্দ্রে গত কয়েক সপ্তাহে বারবার অগ্নিকান্ডের ঘটনা ঘটে। যার ফলে পরমাণু বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এসব অগ্নিকাণ্ডের ঘটনার জন্য ইউক্রেন এবং রাশিয়া একে অপরকে দোষারোপ করছে।