ইউক্রেন নিয়ে ক্রমশ উত্তেজনা বাড়ছে

- আপডেট সময় : ১২:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ইউক্রেন নিয়ে ক্রমশ উত্তেজনা বাড়ছে। রাশিয়া আগ্রাসন করতে পারে এমন প্রেক্ষিতে মুখ খুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
পশ্চিমা দেশগুলোর নেতাদের প্রতি আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ভলোদিমির বলছেন, ‘আগ্রাসন অবশ্যম্ভাবী বলে বারবার সতর্ক করার মধ্য দিয়ে ইউক্রেনের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলা হচ্ছে।’ গত বছরেও সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করা হয়েছিল বলে জানান তিনি। এদিকে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, ন্যাটো-বহির্ভূত দেশ ইউক্রেনে যুদ্ধের জন্য সেনা পাঠানোর কোনও পরিকল্পনা নেই তাদের। আরো বলেন, সমর্থন দেয়াতেই কৌশল অবলম্বন করবেন তারা। তবে ইউরোপের জ্বালানী নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলেও জানান তিনি। অন্যদিকে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস বলেছেন, এই লড়াইয়ে ব্রিটিশ সেনাদের মোতায়েন করার ‘সম্ভাবনা নেই’।