ইউক্রেন থেকে ২৮ বাংলাদেশি নাবিক দেশে ফিরছে কাল

- আপডেট সময় : ০৭:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
ইউক্রেনে আটকে পড়া এমভি বাংলার সমৃদ্ধি জাহাজ থেকে উদ্ধার করা ২৮ বাংলাদেশী নাবিক রোমানিয়া থেকে বুধবার দেশে ফিরছেন। আজ রাতে রোমানিয়া থেকে তারা একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। বুধবার দুপুরে তারা ঢাকায় পৌঁছুবেন।
বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মোহাম্মদ মুজিবুর রহমান জানান, ইউক্রেন থেকে ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও নিহত হাদিসুর রহমানের লাশ এখনই দেশে আনা সম্ভব হচ্ছে না। তার লাশ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছে। গত ২৬ জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে তুরস্ক হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরে পৌঁছায় বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ- এমভি বাংলার সমৃদ্ধি। ক’দিন পরই সিরামিকের কাঁচামাল ‘সিমেন্ট ক্লে’ নিয়ে জাহাজটির ইতালির রোভেনা বন্দরের উদ্দেশে যাত্রার কথা ছিল। কিন্তু রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এতে বন্দরেই আটকে যায় জাহাজটি। পরে এই জাহাজটিতে রাশিয়া রকেট