ইউক্রেনে হামলা করলে রাশিয়ার প্রধান দুটি গ্যাস পাইপলাইন বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেনে হামলা করলে রাশিয়ার প্রধান দুটি গ্যাস পাইপলাইন বন্ধের হুমকি দিয়েছেন। গতকাল ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রে সফররত জার্মান চ্যান্সেলরের সঙ্গে ওয়াশিংটনে যৌথ সংবাদ সম্মেলন করেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। এই বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের রুশবিরোধী কঠোর অবস্থান আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে, ভূমধ্যসাগর থেকে আজ কৃষ্ণ সাগর অভিমুখে যাত্রা করেছে রাশিয়ার ছয় যুদ্ধজাহাজ। একটি নৌ মহড়ায় অংশ নিতে যুদ্ধজাহাজগুলোকে কৃষ্ণ সাগরে পাঠিয়েছে মস্কো। অন্যদিকে ড্রোন, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিয়ে সামরিক মহড়া চালানোর ঘোষনা দিয়েছে ইউক্রেন।