ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা করতে বিশেষ বাহিনী গঠন করেছেন রাশিয়া

- আপডেট সময় : ০৮:১৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করতে বিশেষ বাহিনী গঠন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ওয়াগনার নামে ওই ভাড়াটে বাহিনীটির সদস্যরা সবাই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান সদস্য।
প্রেসিডেন্ট জেলেনস্কিসহ ২৩ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকা রয়েছে। তবে, বরাবরের মতোই মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে, সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের এক সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রাশিয়া। কিন্তু, সাবেক সোভিয়েত ইউনিয়নের কোনো দেশে সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে না ওয়াশিংটন। দাবি করেছেন, পরমাণু অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে ইউক্রেন। এদিকে, বাইডেন প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে, বেলারুশ এখনও রাশিয়াকে সমর্থন করলে তাকে খেসারত দিতে হবে।