ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে ২৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ডুবে গেছে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা। মৃত্যু হয়েছে ২৭ জনের। ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
বুধবার ফ্রান্স উপকূল থেকে ব্রিটেনে প্রবেশের চেষ্টায় ছোট ডিঙ্গিতে গাদাগাদি করে তোলা হয় প্রায় ৪০ জনকে। স্রোত অনেক বেশি থাকায় এক পর্যায়ে দুর্ঘটনার কবলে পড়ে এটি। নিহতদের মধ্যে এক শিশু ও ৫ জন নারী রয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত করা হয়নি এখনও। দুর্ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে দুজনকে, নিখোঁজ আরও ১ জন। চলতি বছর ইংলিশ চ্যানেলে অপর এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১৪ জনের। এই অঞ্চলে অভিবাসী সংকটের জন্য যুক্তরাজ্যকে দায়ী করছে ফ্রান্স। তাদের দাবি, ব্রিটেনের উচিত অভিবাসী নীতিমালায় পরিবর্তন আনা।