আল কায়েদার হুমকির পর ভারতজুড়ে নিরাপত্তা জোরদার

- আপডেট সময় : ১০:০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৬৬১ বার পড়া হয়েছে
আল কায়েদার হুমকির পর ভারতজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মহানবী (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই জ্যেষ্ঠ নেতার অবমাননাকর মন্তব্যের জবাবে দেশটিতে হামলার হুমকি দিয়েছিল আল-কায়েদা।
হুমকির পর ভারতজুড়ে নিরাপত্তা জোরদার করেছে নরেন্দ্র মোদি সরকার। ভারতের রাজধানী দিল্লিসহ চারটি স্থানে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছিল আল-কায়েদা। ভারতীয় উপমহাদেশ আল কায়েদা শাখার একটি চিঠি গত ৬ জুন দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, গোয়েন্দা সংস্থাগুলো হুমকির সত্যতা যাচাই করে দেখছে।
একই ইস্যুতে বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে বিশ্বের মুসলিম দেশগুলোর তোপের মুখে পড়েছে ভারত সরকার। এরই ধারাবাহিকতায় ওই ঘটনার দুই সপ্তাহ পর এবার বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বিজেপির মুখপাত্র, একজন সাংবাদিক, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের সদস্যদের নাম উল্লেখ করে দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।