আলাদা সড়ক দুর্ঘটনা ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ ও মাদারীপুরে ৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৭০০ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনা ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ ও মাদারীপুরে ৪ জন নিহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছে। সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে।
মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানকে পেছন থেকে বাসের ধাক্কা দেয়। এতে এক বাস যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ১০জন।
এদিকে, মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের চালক নিহত হয়েছে। গেলরাতে সদর উপজেলার মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা যাত্রীবাহী বাসের আগুন ধরিয়ে দিলে পুড়ে যায় বাসটি।


























