আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ, নেত্রকোনা ও মুন্সীগঞ্জে তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ, নেত্রকোনা ও মুন্সীগঞ্জে তিনজন নিহত হয়েছে।
সিরাজগঞ্জের মুলিবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর স্ত্রী নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, দুপুরে মোটরসাইকেল যোগে স্বামী ও স্ত্রী সিরাজগঞ্জ-মুলিবাড়ী বাইপাস সড়ক হয়ে ঢাকা যাওয়ার পথে মুলিবাড়ীতে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা তিনি।
নেত্রকোনার দুর্গাপুরে সড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় হাবিবা নামে এক শিশু নিহত হয়েছে।দুপুরে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের শান্তিপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত শিশু হাবিবা উপজেলার শংকরপুর গ্রামের বাসিন্দা।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভাটেরচর বাসষ্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামাল উদ্দিন বিষয়টি জানান।




















