আলাদা সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জেলায় ৫ জন নিহত

- আপডেট সময় : ০২:০০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ, মাদারীপুর, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে নিহত হয়েছে ৫ জন।
সিরাজগঞ্জের কামারখন্দে সড়ক দুর্ঘটনায় জহুরুল ইসলাম নামে এক অটোভ্যান চালক নিহত হন। পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার জামতৈল বাজার থেকে অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে কর্ণকয়েলগাতিতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে, সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজারে সড়ক পারাপারের সময় দ্রুতগামি একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
মাদারীপুরের শিবচরের ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতপুর নামক স্থানে বাসের ধাক্কায় কালাম শেখ নামে আরেক বৃদ্ধ নিহত হন। গেলরাতে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, ময়মনসিংহের হালুয়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অনিক নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুপুরে উপজেলার রঘুনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক উপজেলার আতুয়াজঙ্গল গারোভিটা গ্রামের বাসিন্দা।
এছাড়া- নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মূখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আকাশ নামে এক বাসের চালকের মৃত্যু হয়। এসময় বাসে থাকা আরো অন্তত ১০ জন যাত্রী আহত হন।