আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ ও গাইবান্ধায় ৪ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ ও গাইবান্ধায় ৪ জন নিহত হয়েছে।
ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় দুই ইজিবাইকের যাত্রী নিহত হয়েছে। পুলিশ জানায়, নান্দাইল চৌরাস্তা থেকে যাত্রীসহ ইজিবাইকটি আঠারোবাড়ির দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি কালো মাইক্রোবাস চৌরাস্তার দিকে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ইজিবাইকের এক বৃদ্ধ যাত্রী মারা যায়। পরে আহত অবস্থায় আরো একজনকে হাসপাতলে নেয়ার পথে তিনিও মারা যান।
অন্যদিকে, গাইবান্ধার বাদিয়াখালীর বটতলায় সকালে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী রাজু মিয়া ও দুলাল সাহা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন।