আলাদা সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জ ও কুমিল্লায় ৪ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জ ও কুমিল্লায় ৪ জন নিহত হয়েছে।
মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের মিতরা কালীবাড়ী এলাকায় ফরিদপুরমুখী একটি অ্যাম্বুলেন্স উল্টে খাদের পানিতে ডুবে গেছে। এ সময় অ্যাম্বুলেন্সের যাত্রী মামা-ভাগিনার মৃত্যু হয়েছে। ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, কুমিল্লার চান্দিনা কাঠেরপুল এলাকায় লড়ির ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন একজন। ভোরে জেলার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম অভিমুখী একটি লড়ির পেছন দিক থেকে দ্রুতগামি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হয়। আহত হয় আরও একজন।