আলাদা সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জেলায় ৫ জন নিহত

- আপডেট সময় : ১২:৫৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় কুমিল্লা, নাটোর ও ব্রাহ্মণবাড়িয়ায় ৫ জন নিহত হয়েছে।
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় বালু বোঝাই ট্রাক্টর ও কাভার্ডভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু উঠাচ্ছিল শ্রমিকরা। হঠাৎ ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক্টরে ধাক্কা দিলে কাভার্ডভ্যানটিও উল্টে যায়। ঘটনাস্থলেই নূরুল ইসলাম ও ফয়জার রহমান দুই শ্রমিক নিহত হন।
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও দুইজন। সকালে নাটোরের সিংড়া ব্রীজের পাশে নাটোর গামী ট্রাকে পিষ্ট হয়ে আজাহার আলী নামে ভ্যান চালক নিহত হয়েছে। অন্যদিকে, সকাল ১১ টার দিকে, বড়াইগ্রাম উপজেলার রাস্তার পাশে থেমে থাকা ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত হয়।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ১২ পোশাক শ্রমিক আহত হয়েছে। এসময় মাইক্রোবাসে থাকে এক শিশু নিহত হয়। ভোরে কসবা উপজেলার খাড়েরা গ্রামের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।