আলাদা সড়ক দুর্ঘটনায় বরগুনা ও জয়পুরহাটে তিনজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় বরগুনা ও জয়পুরহাটে তিনজন নিহত হয়েছে।
বরগুনার আমতলীতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার মহিষকাটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন ২জন। আমতলী থানা কর্মকর্তা মোহাম্মদ শাহ-আলম জানান, মাইক্রোবাসটি কলাপাড়া থেকে পটুয়াখালীর দিকে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা’র দিওর এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন ১জন । নিহত ব্যক্তি মীর আব্দুল কুদ্দুস দিওর গ্রামের বাসিন্দা। গেলরাতে নেঙ্গাপীর-মঙ্গলবাড়ী সড়কে এ দুর্ঘটনার শিকার হন তিনি। জয়পুরহাট থানা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।