আলাদা সড়ক দুর্ঘটনায় পটুয়াখালী ও মাদারীপুরে দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় পটুয়াখালী ও মাদারীপুরে দুইজন নিহত হয়েছে।
পটুয়াখালীর মহিপুরে সড়ক দুর্ঘটনায় রুবেল মিয়া নামে এক মোটরসাইকেল আরহী নিহত হয়েছে। পুলিশ জানায়, রুবেল মোটরসাইকেল করে পটুয়াখালী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পরে ঘটনাস্থলেই নিহত হয়।
এদিকে, মাদারীপুরের শিবচরের ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতপুরে বাসের ধাক্কায় আবুল মাতবর নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আবুল মাতবর বন্দরখোলা ইউনিয়নের মালেরহাট গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সে গুরুতর আহত হয়, পরে হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।




















