আলাদা সড়ক দুর্ঘটনায় দিনাজপুর ও ধামরাইয়ে দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৬১ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় দিনাজপুর ও ধামরাইয়ে দু’জন নিহত হয়েছে।
দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জে নসিমনের চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। দুপুর সাড়ে বারোটায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দয়াল চন্দ্র রায়, উপজেলার বাঁশের হাট এলাকার দুখু রায়ের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দয়াল চন্দ্র জেলার রাজবাড়ী এলাকা থেকে বাড়ি যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এসময় চলন্ত নসিমনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, ধামরাইয়ে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। মহাসড়কের আইল্যান্ড টপকিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


























