আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

- আপডেট সময় : ০৫:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া ও সিরাজগঞ্জে তিনজন নিহত হয়েছে।
কুষ্টিয়া সদরে মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকিব হোসেন ও সবুজ উদ্দিন নামে দুই যুবক নিহত হয়েছে। গেলরাতে কুষ্টিয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কুমারগাড়া এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শাহরিয়ার নির্জন ও আশিক নামে আরও দুজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সিরাজগঞ্জের সয়দাবাদ মহাসড়কে বাস চাপায় এক মসজিদের মোয়াজ্জেম নিহত হয়েছে। সকালে বঙ্গবন্ধুর সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে রইজুদ্দিন বাড়ী থেকে কড্ডার মোড় যাচ্ছিল। সয়দাবাদ এলাকায় পৌঁছেলে দ্রুতগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।