আলাদা সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম ও টাঙ্গাইলে তিন জন নিহত

- আপডেট সময় : ১২:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম ও টাঙ্গাইলে তিন জন নিহত হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, লকডাউনের কারণে যানবাহন বন্ধ থাকায় নওগাঁ থেকে কয়েকজন শ্রমিক খোলা ট্রাকে করে চট্টগ্রাম আসছিলেন। পথে ফৌজদারহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ৭ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমান ও নবী হোসেন নামের দু’জনকে মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে আরো দুই জনের অবস্থা আশংকাজনক।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল এলকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়ছে। ঈদের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে রাজশাহী থেকে ৮ জন মিলে মাইক্রোবাস ভাড়া করে ঢাকায় ফিরছিলেন।মাঝপথে গাড়িটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইলে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়। এ সময় আহত হয় অন্তত ৬ জন।