আলাদা সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম, টাঙ্গাইল ও পাবনায় ৮ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম, টাঙ্গাইল ও পাবনায় ৮ জন নিহত হয়েছে।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক ও অটোরিকশায় থাকা একই পরিবারের তিন যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এক যাত্রী। বাস ও চালককে আটক করেছে পুলিশ।
টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত হয়েছে। দুপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রহুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাবনার ভাঙ্গুড়ায় ইঞ্জিন চালিত ট্রলির চাপায় রহমজান বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। এসময় আহত হন তার দুই নাতনি। আহত দুই নাতনিকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।