আলাদা ঘটনায় কুষ্টিয়া, বরিশাল ও নেত্রকোনায় তিন জন খুন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
আলাদা ঘটনায় কুষ্টিয়া, বরিশাল ও নেত্রকোনার কেন্দুয়ায় তিন জন খুন হয়েছে।
আমদহ রোডপাড়ার বাসিন্দা মাহবুব ভ্যানযোগে উপজেলার আল্লার দরগা বয়েন মোড়ে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে ভ্যান থেকে জোর করে নামিয়ে রামদা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাতে মারা যায় মাহবুব।
বরিশাল বাকেরগঞ্জে ঘুমন্ত শাশুড়ীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে।পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে ছুরি দিয়ে কুপিয়ে ওই নারীকে হত্যা করা হয়। এ ঘটনায় আটক গৃহবধূ হত্যাকান্ডের কথা স্বীকার করেছে।
নেত্রকোনার কেন্দুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংর্ঘষে বাবুল দত্ত নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় অন্তত ৭ জন আহত হয়েছে।