আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত

- আপডেট সময় : ০৩:৪৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের জন্য দেড় বছরের বেশি সময় পর আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। ১৫ অক্টোবর থেকে পর্যটকরা ভারত ভ্রমণ করতে পারবেন।
বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৫ অক্টোবর থেকে ভারত নতুন করে ট্যুরিস্ট ভিসা ইস্যু করবে। তবে যেসব পর্যটক ভারতে প্রবেশ করবেন তাদেরকে চার্টার্ড ফ্লাইটে দেশটিতে প্রবেশ করতে হবে। এক মাস পর অর্থাৎ আগামী ১৫ নভেম্বর থেকে চালু হবে সাধারণ ফ্লাইট। এ কারণে যেসব নাগরিক সাধারণ ফ্লাইটে ভারতে প্রবেশ করতে ইচ্ছুক তাদেরকে অপেক্ষা করতে হবে আরও এক মাস। ভারতে ভ্রমণ করতে আসা সব পর্যটকের দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আরোপিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিদেশিদের যাবতীয় ভিসা বাতিল করে ভারত সরকার। শুধু কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা চালু ছিল।