আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৬ বছর আজ

- আপডেট সময় : ০৩:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ১৫২৩ বার পড়া হয়েছে
বুয়েটের বহুল আলোচিত মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৬ বছর আজ। আজকের এই দিনে নিজ ক্যাম্পাসের শেরেবাংলা হলে রাতভর অমানবিক নির্যাতনের মাধ্যমে আবরার ফাহাদকে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলেও এখনো তা কার্যকর হয়নি। পলাতক আসামীরাও পড়েনি ধরা। সন্তানের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতি প্রতিটি মূহূর্তই তাড়িয়ে বেড়ায় মা-বাবাকে। দ্রুত পলাতক আসামীদের গ্রেফতারসহ রায় কার্যকরের দাবী পরিবারের।
আলমারীর থাকে থাকে সাজানো রয়েছে ল্যাপটপ, বইপত্রসহ ব্যবহারের জিনিসপত্র। পড়ার টেবিলটিও রয়েছে আগের মতই। শুধু নেই আবরার ফাহাদ। (আবরারের ছবি এবং ফুটেজ-২ যাবে)
২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ক্যম্পাসের শেরেবাংলা হলে রাতভর অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সেই নির্মম হত্যাকাণ্ডের ৬ বছর পূর্তি আজ। তবে এখনো সন্তানের সেই নির্মম হত্যাকাণ্ডের স্মৃতি তাড়িয়ে বেড়ায় মমতাময়ী মা রোকেয়া খাতুনকে।
আলোচিত আবরার ফাহাদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলেও তা কার্যকর হয়নি এখনো। পলাতক আসামীরাও পড়েনি ধরা। এতে আক্ষেপ রয়েছে বাবা বরকত উল্লাহ’র।
পলাতক আসামীদের গ্রেফতারসহ আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবী স্বজন ও প্রতিবেশীদেরও।
দ্রুতই কার্যকর হবে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের রায়, সঠিক বিচার পাবে পরিবার, এমনটিই প্রত্যাশা সবার।