আফগানিস্তানে ১০০ কোটি ডলারের বেশি সহায়তা প্যাকেজ ঘোষণা
- আপডেট সময় : ১২:১২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১৬২৪ বার পড়া হয়েছে
আফগানিস্তানে বড় মানবিক-আর্থ-সামাজিক বিপর্যয় এড়াতে ১০০ কোটি ডলারের বেশি সহায়তা প্যাকেজ ঘোষণা করলো ইউরোপীয় ইউনিয়ন। এদিকে, কাতারে প্রথমবারের মতো তালেবান সরকারের সঙ্গে সরাসরি আলোচনার টেবিলে বসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।
মঙ্গলবার শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট- জি টোয়েন্টির জরুরি বৈঠকে এলো এ ঘোষণা। ভার্চুয়াল বৈঠকে যোগ দেন বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশের সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীরা। সেখানে মানবিক সংকট মোকাবিলায় আফগানিস্তানকে নগদ অর্থ দিতে সম্মত হন বিশ্ব নেতারা। কিন্তু কোনোভাবেই যেনো তালেবানের হাতে সেই তহবিল না পৌঁছায়- এমন অভিমত দেশগুলোর। অন্যদিকে, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ইইউ’র সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের আগে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি জানান, বিশ্বের সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চায় তালেবান। ভারসাম্যের নীতিই আফগানিস্তানকে স্থিতিশীল পরিবেশ দিতে সক্ষম।
















