আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২৬

- আপডেট সময় : ০১:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২৬
আফগানিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নারী-শিশুসহ কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকায় কম্পন অনুভূত হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাদিস জেলা।ভূমিকম্পে ভেঙে পড়েছে ছোট-বড় ৭ শতাধিক স্থাপনা।
মার্কিন ভূত্বাত্তিক জরিপ সংস্থা ইউএসজিসি জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির বাদগিস প্রদেশে। আর উৎপত্তিস্থল ছিল সমতল থেকে ৩০ কিলোমিটার গভীরে।ভূমিকম্পের সময় প্রদেশের ক্বাদিস জেলায় ভবনের ছাদ ধসে হতাহতের ঘটনা ঘটে। ক্ষতি হয়েছে প্রদেশের মুক্বর জেলাতেও। তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভূমিকম্পে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানের জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা। আফগানিস্তান প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বেশি।