আফগানিস্তানে দু’টি সামরিক হেলিকপ্টার সংঘর্ষে ৯ জনের প্রাণহানি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
আফগানিস্তানে দু’টি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত নয়জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার রাত ১টার দিকে হেলমান্দ প্রদেশের নাওয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এমআই-১৭ মডেলের হেলিকপ্টার দু’টি হেলমান্দের রাজধানী লস্করগাহ শহরে কমান্ডোদের পৌঁছে দেয়া এবং আহত সেনাদের ফিরিয়ে নেয়ার কাজ করছিল। স্থানীয় প্রাদেশিক গভর্নর ওমর জোয়াক– নাওয়া জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তালেবানের আক্রমণের মুখে গত চারদিন ধরে তুমুল সংঘর্ষ চলছে লস্করগাহের বিভিন্ন এলাকায়। সোমবার রাতে আকাশপথে সহায়তা নিয়ে শহরটিতে বিশেষ অভিযান শুরু করেন কমান্ডোরা। সেই অভিযান এখনও চলছে। মঙ্গলবার সরকার পক্ষ জানিয়েছে, সংঘর্ষে এ পর্যন্ত ২৩ তালেবান যোদ্ধা নিহত ও ছয়জন আহত হয়েছে। এছাড়া নাদ আলি জেলায় বাড়তি পাঁচটি নিরাপত্তা চৌকি তৈরি করেছে সরকারি বাহিনী।