আফগানিস্তানের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সামনে দুটি পথ খোলা আছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
আফগানিস্তানের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সামনে দুটি পথ খোলা আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ক্যাম্প ডেভিড থেকে হোয়াইট হাউজে ফিরে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নতুন করে আরও সৈন্য মোতায়েন করলেও আফগানিস্তানে কখনো শান্তি ফিরে আসবে না এবং এটি নিরাপদ স্থানে পরিণত হবে না। অতীতের মতো আর ভুল করতে চান না উল্লেখ করে জো বাইডেন বলেন, সামনে দুটি পথ খোলা রয়েছে। একটি আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার আর অন্যটি হচ্ছে আরও অধিক সৈন্য মোতায়েন করা। জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণে বাইডেন বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার সিদ্ধান্তের সমালোচনা করছেন। তবে নেয়া সিদ্ধান্তে অনুশোচনা নেই বলেও ভাষণে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
























