আফগানিস্তানের নির্বাচন কমিশন ভেঙে দিয়েছে তালেবান সরকার

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
আফগানিস্তানের নির্বাচন কমিশন ভেঙে দিয়েছে তালেবান সরকার। পশ্চিমা-সমর্থিত প্রশাসনের অধীনে আফগানিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হতো বলে অভিযোগ করেছেন সরকারের মুখপাত্র বিলাল কারিমী।
স্বাধীন নির্বাচন কমিশন সম্পর্কে তিনি আরও বলেন, এ ধরনের কমিশন থাকা ও কার্যক্রম পরিচালনার কোনো প্রয়োজন নেই। ভবিষ্যতে প্রয়োজন হলে ইসলামিক আমিরাত এ কমিশনকে আবার গঠন করবে। এ সপ্তাহে সরকারের শান্তি ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ও বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও, তালেবান কর্তৃপক্ষ পুরুষ অভিভাবক ছাড়া আফগান নারীদের ভ্রমণ নিষিদ্ধ করেছে। ৪৫ মাইলের বেশি দূরত্বে কোনো নারী যদি পরিবারের পুরুষ সদস্য ছাড়া একাই ভ্রমণ করতে চান, তাহলে কোনো যানবাহনই এই ভ্রমণের সুযোগ দেবে না বলে জানিয়েছে তালেবান সরকার।