আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান

- আপডেট সময় : ০৮:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
বিচারপতি নিয়োগের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করেই হাইকোর্ট এবং আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে নীতিমালা নয় সংবিধানের আলোকেই বিচারপতি নিয়োগ করা প্রয়োজন বলে মত দেন সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।
দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলানয়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এমন মত তুলে ধরেন। এসময় ব্যারিস্টার খোকন আরো বলেন, শুধুমাত্র রাজনৈতিক আনুগত্য বিবেচনায় নিয়ে বিচারপতি নিয়োগ করা হলে তা হবে দু:খজনক এবং এ বিষয়ে হাইকোর্টের দেয়া নির্দেশনা অনুসরণ করা উচিত বলেও মত দেন তিনি। অন্যদিকে, আইনজীবী সমিতির সভাপতি আমিন উদ্দিন সংবিধানই দেশের সর্বোচ্চ আইন এবং সেই সাংবিধানিক বাধ্যবাধকা অনুসরণ করেই রাষ্ট্রপতি সর্বোচ্চ আদালতে বিচারপতি নিয়োগ করেন। তিনি আরো জানান, বর্তমানে বেশ কয়েকজন বিচারপতির মৃত্যু এবং অবসরের কারণে সুপ্রিমকোর্টে বিচারপতি নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।