আধিপত্যকে কেন্দ্র করে বেনাপোলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
আধিপত্যকে কেন্দ্র করে বেনাপোল স্থলবন্দরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে করে, স্থলবন্দরে পণ্য উঠা নামা বন্ধ রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, প্রভাব খাটানো নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপ এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দু’পক্ষই বোমার বিস্ফোরণ ঘটায়। সেইসঙ্গে গুলি চালায় দু’পক্ষের সন্ত্রাসীরা। হঠাৎ করেই সকাল ১০ টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। দুই ঘন্টার বেশি সময় ধরে চলা সংঘর্ষে ৭০টি বোমা বিস্ফোরণ করা হয়েছে। এতে বন্দরে পণ্য উঠানামা বন্ধ রয়েছে। পণ্যবাহী ট্রাকের জট দীর্ঘ হচ্ছে। সাধারণ যাত্রীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাজ করছে পুলিশ। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।























