আদালতে প্রেমিকাকে বিয়ে করে জামিন পেল ধর্ষণ মামলার আসামী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহে আদালতে প্রেমিকাকে বিয়ে করে জামিন পেল ধর্ষণ মামলার এক আসামী।
দুপুরে জেলা আইনজীবি সমিতি ভবনে বিয়ে অনুষ্ঠিত হয়। এসময় আইনজীবি, মেয়ে ও ছেলে পক্ষের স্বজনরা উপস্থিত ছিলেন। মামলার সূত্রে জানা যায়, ২ বছর আগে ঝিনাইদহ শহরের কাঞ্চন নগরের নাজমুল হোসেন পার্শবর্তী পবহাটি গ্রামের এক মাদ্রাসা ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত বছরের জানুয়ারীত বাড়িতে কেউ না থাকায় ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে লোকজন ছুটে এসে নাজমুলকে আটক করে পুলিশের সোপর্দ করে। এ ঘটনায় নাজমুলকে আসামী করে একটি ধর্ষণ মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে। দীর্ঘ ১ বছর কারবাস করার পর দুই পরিবারের সম্মতিতে বিয়ের মাধ্যমে আসামী নাজমুলকে জামিন প্রদান করে আদালত।