আট দিন পর আবার চালু হল শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে পিসিআর ল্যাব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
আট দিন পর সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা আবার চালু হয়েছে।
বিকেল থেকে ল্যাবটিতে পরীক্ষা চালু করে কর্তৃপক্ষ। জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট দিন নমুনা সংগ্রহ কার্যক্রমও বন্ধ ছিল। পিসিআর মেশিন স্বাভাবিক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আবারও নমুনা সংগ্রহ শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আমিরুল হোসেন চৌধুরী।














