আজ থেকে শর্ত সাপেক্ষে খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
দীর্ঘ বিরতির পর আজ থেকে শর্ত সাপেক্ষে খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল।
তবে বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাস শুরু হবে ২১ অক্টোবর। দীর্ঘদিন পরে ক্যাম্পাসে ফিরে উচ্ছাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে শিক্ষার্থীরা দলে দলে ক্যাম্পাসে ফিরে হলে উঠতে শুরু করেছেন। শিক্ষার্থীরা হলে ওঠার প্রথম ১০ দিন শিক্ষার্থীরা হলেই অবস্থান করে অনলাইনে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরবর্তীতে অফলাইন-অনলাইন দুই ধরনের ক্লাসই চলবে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোর দেয়ালে নতুন রং করা হয়েছে। এ ছাড়া হলের ডাইনিং, ক্যান্টিন, ক্যাফেটেরিয়া ও পাঠকক্ষগুলো পরিষ্কার করা হয়েছে। হলে নতুন করে হাত ধোয়ার বেসিন বসানোর পাশাপাশি সাবান ও স্যানিটাইজারের ব্যবস্থাও করা হয়েছে।