আজ থেকে পায়রা সেতুতে যান চলাচল শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আজ থেকে যান চলাচল করবে পায়রা নদীর ওপর নির্মিত চার লেনবিশিষ্ট পায়রা সেতুতে। পটুয়াখালীর দুমকীতে লেবুখালী ইউনিয়নের এই সেতুর ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবন থেকে দেয়া উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরিতে দেশি-বিদেশী মহল সক্রিয় রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, ৭৫ পরবর্তী ২১ বছর দেশের উন্নতিতে কোন কাজ করেনি বিএনপি। তারা তাদের আখের গোছানোর কাজে ব্যস্ত থাকায় জনগণের দুর্ভোগ কমেনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে কাজ করছে সরকার। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা এই সেতুটির দ্বার উন্মুক্ত হলে দক্ষিণাঞ্চলে নিরবচ্ছিন্ন যাতায়াতের পথ খুলে যাবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।