আজ থেকে ঢাকার বস্তিতে করোনার টিকা দেয়া চলছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আজ থেকে ঢাকার বস্তিতে করোনার টিকা দেয়া চলছে। আজ প্রথমদিনে কড়াইল বস্তিতে এ কার্যক্রম শুরু হয়।
এই বস্তিতে থাকা ৩ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেয়া শুরু হয়েছে।
এর পরের ধাপে গার্মেন্টস কর্মীদের আনা হবে টিকার আওতায়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, অধিকাংশ মানুষকে টিকার প্রথম ডোজ দেয়ার পর দ্বিতীয়টি নিয়ে চিন্তা করবে সরকার। মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য করোনার মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনা। এদিকে, করোনার টিকা পরিবহনের জন্য সোমবার বাংলাদেশকে ৪টি ফ্রিজার ভ্যান উপহার দিয়েছে ইউএসএইড। ফ্রিজার গ্রহণ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, করোনা নিয়ন্ত্রণে থাকায় বিভিন্ন দেশের রেড লিস্ট থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ।