আজ আনন্দ মার্গের প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজীর শততম জন্মোৎসব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
মহান দার্শনিক, আনন্দ মার্গের প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজীর শততম জন্মোৎসব আজ।
আনন্দ মার্গের কেন্দ্রীয় কার্যালয় ৩৩, শ্রীদাশ লেনে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে সারাদিন অষ্ঠাক্ষরিক মহামন্ত্র কীর্তন, নারায়ণসেবা, আলোচনা সভা ও পরে দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।এসময় অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন আনন্দ মার্গ প্রচারক সংঘের বাংলাদেশের সভাপতি আচার্য সুজিতানন্দ অবধূত।















