আগুনে পোশাক কারখানাসহ অর্ধশত দোকান পুড়ে গেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
খুলনা ও গাজীপুরে আগুনে পোশাক কারখানাসহ অর্ধশত দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসর জানায়, সকালে গাজীপুরের জরুন এলাকার ইসলাম গার্মেন্টসের সেমিপাকা ভবনে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি এবং ডিবিএল ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে ।
খুলনা মহানগরীর বানরগাতী বাজারে অগ্নিকান্ডে প্রায় অর্ধশত দোকান পুড়ে গেছে। মঙ্গলবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মধ্যরাতে হঠাৎ বাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অগ্নিকান্ডে বাজারের ছোট বড় মিলে প্রায় ৫০টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।